মোঃ সিফাত রানা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে ও আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে। আজ সীমান্তের মেইন পিলার ১৭৯/৪ এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামঃ জমিনপুর ইউনিয়নঃ বিনোদপুর, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি বিওপির অধীনস্থ জমিনপুর মাদ্রাসা মাঠে নিম্নে বর্ণিত বিষয়োক্ত গণসচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভার আয়োজন করেন।
9উক্ত অনুষ্ঠানে কোন প্রকার শূন্য লাইনের কাছাকাছি গবাদিপশু না চরানো ও অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করা, নারী ও শিশু পাচার প্রতিরোধ, বর্তমান পরিস্থিতিতে বিবেচনা করে কোন প্রকার গুজবে কান না দিয়ে চোখ কান খোলা রেখে চলাচল করা এবং মাদক দ্রবের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় আনিছুর রহমান বলেন কোন অপরিচিত লোক (সন্ধভাজন লোক) এলাকায় গমন করিলে আমাদেরকে সংবাদ দিয়ে সহয়তা করবেন বলে, আশা ব্যক্ত করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
উক্ত সভায় এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সীমান্তবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2024
Leave a Reply