মোঃ জিহান, চট্টগ্রাম স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার বিভিন্ন সড়কের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন করেছে কুখরালী টাবরার ডাঙ্গী এলাকার বিভিন্ন পেশা জীবী মানুষ স্থানীয়রা এ নিয়ে সোমবার (২৬ আগষ্ট) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কুখরালী টাবরার ডাঙ্গী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ নানা পেশাজীবির মানুষ এতে অংশ নেয়।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সারা বছর ধরে ওই অঞ্চলে জলাবদ্ধতা থাকায় এলাকাবাসীর স্বাভাবিক জীবন যাপন ব্যহত হচ্ছে। এছাড়া পৌরসভার ,কুখরালি ,কলেজ রোড ,কামাল নগর ,পুরাতন সাতক্ষীরা ,কলুনি পাড়া, রটখোলা, একডেমি মসজিদ রোডসহ ,সাতক্ষীরার এলাকার রাস্তা ডুবে থাকে।
মানববন্ধনে স্থানীয় আলেম মাওলানা রুস্তম আলী তাওহীদি বলেন, ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় এখানে কৃত্রিম জলাবদ্ধতা দেখা দিয়েছে। অথচ এ সমস্যা সমাধানে পৌরসভার মেয়র , মেম্বার কিংবা সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বারকে কোন উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে বাধ্য হয়ে সময়ই ময়লা, দূর্গন্ধযুক্ত পানি মারিয়ে এখান দিয়ে যাতায়াত করে থাকেন। এই এলাকায় প্রায় ৬ মাস ধরে জলাবদ্ধতা থাকে। এ সমস্যা কেউ নিরসন না করায় স্থানীয় বাসিন্দারা হতাশ এবং ক্ষুব্ধ। এলাকায় জলাবদ্ধতা থাকাকে কেউ স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে না।
এই সমস্যা সমাধানে আমরা ভুক্তভোগীরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। এ সময়ও উপস্থিত ছিলেন,মোঃইব্রাহিম,সরদার ,আবুল হাসান মুহুরী,মোঃমনিরুল ইসলাম,মোঃইসমাঈল হোসেন,মোঃআবুল হোসেন,সাধন সরকার, জাহাঙ্গীর হোসেন, ছাত্রনেতা রোকনুজ্জামান বিপ্লবী প্রমুখ।
Leave a Reply