মোঃ জিহান, চট্টগ্রাম স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রুপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। নারায়নগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার ফ্যাক্টরী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
রোববার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই প্রথম দিকে ৭টি ইউনিট যায়। কিন্তু পরে আগুনের তীব্রতা বাড়লে যোগ দেয় আরও ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১৭টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে,এখন পর্যন্ত নিখোঁজ ১৫০+ জন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
Leave a Reply