1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ঐক্য পরিষদ কেরাণীগঞ্জ উপজেলা UNO এর সাথে মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার পঠিত

আজকে ঢাকায় কেরানীগঞ্জ উপজেলা UNO আবু রিয়াদ মতবিনিময় সভা করেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ঐক্য পরিষদের শিক্ষার্থীবৃন্দের সাথে। এই সভায় শিক্ষার্থীবৃন্দের ১৫ টি দাবি ছিল সেই দাবিগুলো হলো:

১। যে সকল ছাত্র-জনতা কেরাণীগঞ্জে শহিদ হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ ও পূনর্বাসন নিশ্চিত করা।
২। খাল পুনরুদ্ধার ও খনন করা। শহীদের নামে খালগুলোর নামকরণ করতে হবে।
৩। আহত ছাত্রদের চিকিৎসা নিশ্চিত করা।
৪। বাজার ও ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা কিভাবে সহায়তা করতে পারে এ ব্যপারে UNO এর মতামত।
৫। ভূমি Office, AC Land office, Passport Office, ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম মনিটরিং ও সহযোগিতা করতে ছাত্র-জনতা প্রস্তুত ও কিভাবে ছাত্ররা ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে UNO এর মতামত।
৬। প্রশাসনকে ছাত্র-জনতা সহায়তা করতে প্রস্তুত, রাতের টহল নিশ্চিত করা।
৭। বৈধ ইজারার কাগজপত্র যাচাই ও চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নিতে হবে।
৮। UNO অফিস কর্তৃক সিল ও স্বাক্ষরসহ স্বেচ্ছাসেবকদের আইডি প্রদান এবং সুরক্ষা নিশ্চিত করা।
৯। পুলিশ সদস্যদের বিষয়ে ছাত্র-জনতা আন্তরিক কিন্তু তাদের দ্রুত বিভিন্ন ফাঁড়িতে যোগদান করে সমন্বয়ের মাধ্যমে আইন প্রতিষ্ঠা ও হয়রানি রোধে তাদের ভূমিকা পালন নিশ্চিত করা।
১০। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।
১১। বর্জ্য অপসারণ করা।
১২। ন্যায় প্রতিষ্ঠা করতে ছাত্র-জনতা দুর্নীতিমুক্ত কেরাণীগঞ্জ দেখতে চায়।
১৩। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’।
১৪। প্রশাসনকে দুর্নীতি বিষয়ে ‘জিরো টলারেন্স’ দেখানোর উদ্যোগ।
১৫। সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা UNO আবু রিয়াদ বলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ঐক্য পরিষদের শিক্ষার্থীবৃন্দের ১৫ টি দাবি যৌক্তিক দাবি আসলে এই দাবিগুলো বাস্তবায়ন করতে হলে একার পক্ষে কখনোই সম্ভব নয় তাই  বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ঐক্য পরিষদের শিক্ষার্থীবৃন্দ তোমরা আমাদের পাশে থাকবে এবং বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের পাশে থাকবে খেয়াল রাখবে যাতে তাদের কোন মূর্তি না ভাঙ্গে ক্ষয়ক্ষতি না হয় অস্বাভাবিক কোন কিছু দেখতে পেলে অবশ্যই আমাদের জানাবে আমরা তোমাদের পাশে আছি। তোমাদের অধিকার বাস্তবায়ন করতে সহযোগিতা করবে, আমি জানি তোমরা ট্রাফিক এর দায়িত্ব পালন করছো। এবং পাশাপাশি সকল ভালো কাজে তোমরা সবার আগে এগিয়ে আছো। দুর্নীতির বিরুদ্ধে তোমরা আমাদের পাশাপাশি থেকে কাজ করে যাচ্ছ তাই তোমাদেরকে আমি সাধুবাদ জানাই তোমরা এগিয়ে যাও এবং আমরা অবশ্যই তোমাদের পাশে আছি থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Designed & Developed by iKormo