বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণ
আজ (১৪ আগষ্ট ২৪) বুধবার বাদ আছর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণ এর উদ্যোগে ঘাটারচর কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রিয়াজ সহ সকল শহীদদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা দক্ষিণ এর সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা শফীকুল ইসলামের পরিচালনায় ও শাখা সভাপতি মাওলানা জাকির হুসাইনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হলেও প্রকৃতপক্ষে বৈষম্য দূর হবে ইসলামী খেলাফত কায়েমের মাধ্যমে। ইসলামী হুকুমত ছাড়া পরিপূর্ণ ইনসাফ কায়েম হবে না।
তিনি আরো বলেন, চলমান আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
শহীদ রিয়াজের মুহতারাম পিতা জনাব, আশ্রাফ উদ্দিন স্মৃতি চারন করে বলেন, আমার ছেলে রিয়াজ ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর বাসায় খাওয়া দাওয়া করে আন্দোলনে অংশগ্রহণের জন্য বসিলা মোহাম্মদপুর চলে যায়। যাওয়ার আগে তার মাকে বলে সব মায়েরা যদি ছেলেদের যেতে না দেয়, তাহলে দেশের মানুষ কিভাবে মুক্তি পাবে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।
উক্ত দোয়া মাহফিলেআরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মিরাজ হুসাইন, বাইতুলমাল বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আমিনুদ্দিন, মাওলানা সাইফুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য কেরানীগঞ্জ ইস্পাহানি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ গত ১৯ জুলাই শুক্রবার বিকেল চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের জন্য মোহাম্মদপুর গেলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তার পরিবার পরের দিন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তার মৃতদেহ খুঁজে পান।
Leave a Reply