প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৪, ৬:১৭ অপরাহ্ণ
বেতাগীতে পরিস্থিতি স্বাভাবিক আনতে দিনরাত কাজ করছেন সহকারি কমিশনার ও নৌ-বাহিনী।

বেতাগীতে পরিস্থিতি স্বাভাবিক আনতে দিনরাত কাজ করছেন সহকারি কমিশনার ও নৌ-বাহিনী।
মোঃ আল আমিন মল্লিক
বরগুনা জেলার বেতাগী উপজেলায় সরকার পতনের পর থেকে বাড়ছে সন্ত্রাসী ও ডাকাত। দিনে ও রাতে সন্ত্রাসী হামলা, ডাকাতি থেকে বাঁচতে সাধারণ মানুষের মাজে পরিস্থিতি স্বাভাবিক আনতে সাধারণ মানুষ দের সচেতন মূলক বাণী নিয়ে এবং সন্ত্রাসী হামলাও ডাকাতি মোকাবিলা করার জন্য দিনরাত কাজ করছেন বেতাগী উপসহকারী কমিশনার (ভূমি) জনাব বিপুল সিকদার ও নৌ বাহিনীর টহল টিম।
দেখা গেছে বেতাগী উপজেলার উপসহকারী কমিশনার ও নৌ-বাহিনির টহল টিম রাত্র ১২ থেকে সকাল ৫টা পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করে আসছেন। প্রতিটি বাজারে মহল্লায় সচেতন বাণী পৌঁছে দিচ্ছেন এবং সন্ত্রাসী ডাকাতি চোর লুটপাট কারীদের হুঁশিয়ার সংকেত দিয়ে যাচ্ছেন।
বাজার ও মহল্লা পাহেরাদার দের উপসহকারী কমিশনার (ভূমি) জনাব বিপুল সিকদার বলেন আপনারা সর্বদা সচেতন থাকুন সন্ত্রাসী হামলার পাল্টা মোকাবিলা করুন সন্ত্রাসীরা দলে বেশি নয় ভয় পাওয়ার কিছু নেই তবে আপনাদের কাছে কোন প্রকার ধারালো অস্ত্র থাকতে পারবেনা লাঠি সোটা নিয়ে আপনারা মোকাবিলা করবেন এবং আমাদের জানাবেন আমরা যত সম্ভব ঘটনাস্থলে খুব দ্রুত আসার চেষ্টা করব আমরা সারারাত্র বিভিন্ন স্থানে টহলে আছি আপনাদের ভয় নেই আপনারা আপনাদের স্থান থেকে সর্বদা সচেতন থাকুন।আমার আপনাদের সঙ্গেই আছি।
Copyright © 2025 Vokta TV. All rights reserved.