পাবনার সাঁথিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গ মাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডেকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন সময়ে প্রতিপক্ষের কোচের উপর হামলা ও প্রতিযোগী দলকে খেলায় অংশগ্রহন না করার জন্য বিভিন্ন ভাবে হুমকিধামকি প্রদানের অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণ এবং উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন কারী নন্দনপুর ইউনিয়নের প্রতিনিধিত্ব কারী দল জোড়গাছা ইউনাইটেড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের অভিযোগ সুত্রে জানা যায়, বঙ্গবন্ধু গোল্ডেকাপ ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডেকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ভূলবাড়িয়া ও নন্দনপুর ইউনিয়নের মধ্যকার খেলা সাঁথিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছিল।
খেলা চলাকালীন অবস্হায নন্দনপুর ইউনিয়নের প্রতিনিধিত্ব কারী জোড়গাছা ইউনাইটেড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোচ জাহাঙ্গীর আলম এর উপর পুর্ব পরিকল্পিত ভাবে শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপনের নেতৃত্বে প্রায় পনের জনের ক্যাডার বাহিনী অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে কিল-ঘুষি মারতে থাকে।এমতাবস্থায় উপস্থিত দর্শক হামলাকারীদের ঠেকাইয়া দিলে তারা ঘটনাস্থলেই বিভিন্ন হুমকি প্রদান করে ।
তারা উচ্চস্বরে একথা বলেও হুমকি প্রদান করে যে, পরবর্তীতে খেলায় অংশগ্রহন করতে এলে হাত পা ভেঙ্গে দিবে।বিগত কয়েক দিন ধরে খেলায় অংশগ্রহন না করার জন্য তারা বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছিল বলে নজরুল ইসলাম জানান।
হুমকি প্রদানের পর খেলোয়াড় এবং ইউনাইটেডের প্রতিনিধিদের মধ্যে চরম আতংক বিরাজ করছে ।
নজরুল ইসলাম বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে ।
Leave a Reply