1. fansporosh@gmail.com : fansporosh@gmail.com :
  2. lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com : lkjoypr@gmail.com lkjoypr@gmail.com
  3. shawonhossainbd101@gmail.com : shawonhossain :
  4. admin@vokta.tv : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

চকরিয়ায় ইসলামি স্বেচ্ছাসেবী সংস্থা আল-ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ 

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৮৯ বার পঠিত
চকরিয়ায় ইসলামি স্বেচ্ছাসেবী সংস্থা আল-ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
মোঃ সোহেল, কক্সবাজার জেলা:
গাছ লাগান,গাছ বাঁচান ও পরিবেশ বাঁচান” এই স্লোগানে  শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন আল-ইনসাফ ফাউন্ডেশন। এই সংগঠনের কর্মীরা বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের উপকারিতা বিষয়ে সামাজিক সচেতনতামূলক কাজ করে যাচ্ছেন সংগঠনের কর্মীরা।
কক্সবাজারে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত গয়ালমারা মসজিদুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গনে শুক্রবার (১২ জুলাই) পবিত্র জুমার নামাজের পরে ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সোহেল আরমানের নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়।
 এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিফাত , মসজিদুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী , গয়ালমারা দাখিল মাদ্রাসার সভাপতি আলী আহমদ ও সদস্য জোবায়ের হোসেন প্রমূখ।
মাদ্রাসার সভাপতি আলী আহাম্মদ বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষরোপণ ও এর পরিচর্যা করতে হবে। এতে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের ভূমিকা সবচেয়ে বেশি। দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির  সদস্য জোবায়ের হোসেন বলেন, আসলে বৃক্ষরোপণে সবার আগে চাই আন্তরিকতা। গাছ লাগিয়ে দায় শেষ না, এটিকে বেড়ে উঠার জন্য যে পরিচর্যা দরকার এটাও আমাদেরকেই করতে হবে। তাহলেই গাছ, বাঁচবে, পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।
দিনের দ্বিতীয় ধাপে আসরের নামাজ শেষে হারবাং জমিদার পাড়া আশরাফ আলী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মুরাদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সভাপতি মিজানুর রহমান , সাধারণ সম্পাদক ও সহ-প্রতিষ্ঠাতা ইয়াছিন আরাফাত।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অর্থায়ন করেন ফুটন্ত কিশোর ক্লাবের উপদেষ্টা কৈয়ারবীল ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ডের এমইউপি আকতার আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Designed & Developed by iKormo