প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ণ
পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম
পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম
মোঃ তানসেন আবেদীন:
বিয়ের ১১ মাসের মাথায় ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম। যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের সুবাদে ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন চাষী আলম। তিনি বলেন, মা এবং সন্তান দুইজনে খুব ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
চাষী আলম গত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন। রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে বছরই ২৪ আগস্ট তার গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। চাষীর স্ত্রী ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করছেন।
তুলতুলের এক ভাগনে চাষী অভিনয়ের ভক্ত। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাষী। ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। চাষীকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তোলেন। সেদিনই সেখানে তাদের প্রথম পরিচয়। এর কিছুদিন পর ফোনে তাদের দুজনের সম্পর্ক শুরু হয়।
চাষী আলম ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। তবে মারজুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। চাষী অভিনীত কাজল আরেফিন অমি নির্মিত ‘কিডনি’ ও ‘ফিমেল’ নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে।
Copyright © 2025 Vokta TV. All rights reserved.