প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ১০:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
চকরিয়ায় সুরাজপুর চেয়ারম্যান পাড়ার গ্রামীণ সড়কটি টানা বৃষ্টিতে বেহাল দশা

চকরিয়ায় সুরাজপুর চেয়ারম্যান পাড়ার গ্রামীণ সড়কটি টানা বৃষ্টিতে বেহাল দশা
মোঃ সোহেল: (কক্সবাজার)
কক্সবাজার চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের একটি সড়কের প্রায় এক কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়েছে। এতে দুর্ভোগ নিয়ে চলাফেরা করতে হচ্ছে শিক্ষার্থী, মুসল্লিসহ শতশত পথচারীর। ওই এলাকার ৬-৭টি গ্রামের মানুষ ওই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। চলাচলের একমাত্র সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বর্ষাকালে বৃষ্টির দেখা না মিললেও, শেষের দিকে এসে হাজির হয়েছে কালো মেঘের অবিরাম বর্ষণ। আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে দিন-রাত ঝরছে বৃষ্টি। টানা বর্ষণের কারণে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের বেশিরভাগ সড়ক কাঁদায় পরিণত হয়েছে। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের।
সরেজমিনে দেখা গেছে বুধবার (১০ জুলাই) উপজেলায় গত এক সপ্তাহ ধরে অবিরত বৃষ্টির কারণে উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার গ্রামীন সড়কটি বেহাল অবস্থা দেখা দিয়েছে দেশের অবকাঠামো উন্নয়নের ধারাবাহিকতায় জেলার অন্যান্য উপজেলার কাঁচা সড়ক গুলো পাকাকরণ হলেও, অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের কাঁচা সড়ক গুলো। প্রতিবছরের ন্যায় এবারও বৃষ্টিতে অতিরিক্ত কাঁদায় পরিণত হয়েছে এ সড়ক। যা একদমই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি উদ্যোগ না থাকায় নিরুপায় হয়ে অনেকে এই ভোগান্তি থেকে বেরিয়ে আসতে নিজেরাই স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করছে। বৃষ্টির পানি জমে সড়কে কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল এবং কৃষককদের উৎপাদিত পণ্য পরিবহনে দুর্ভোগে বেড়েছে। শুধু তাই নয় অসুস্থদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতেও বিড়ম্বনায় পড়তে হছে।
দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের আশ্বাস দিলেও বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই, সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার সড়কটি বেহাল দশা। পাকাকরণ ও সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই চলাচল করা যায় না। এতে এলাকার মানুষকে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। এ বিষয়ে ইউনিয়নের সাধারণ জনগণের বক্তব্য,আমরা খুবই অবহেলায় আছি। এলাকার সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষাকালে আমাদের কাঁদায় চলতে হয়। সরকার গ্রামকে শহরে রূপান্তরিত করার কথা ঘোষণা করলেও উপজেলার বেশির ভাগ গ্রামীণ সড়কের অবস্থা বেহাল।
এলাকাবাসী বলেন, বর্ষা কিংবা শুষ্ক যে কোনো মৌসুমেই দুর্ভোগ নিয়ে পথচারীদের চলতে হয়। মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন জরুরিভিত্তিতে সড়ক গুলো সংষ্কারসহ পাকাকরণের দাবি করেছেন।
Copyright © 2025 Vokta TV. All rights reserved.