চাঁপাইনবাবগঞ্জে চোর চক্রের ৫ সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ
মোঃ সিফাত রানা
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া একটি অটো উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের মৃত ভুলু মন্ডলের ছেলে রবজুল ওরফে মধু (৫০), সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মৃত কাস্তু মোড়লের ছেলে সুজন আলী (২৮), শিবগঞ্জ উপজেলার টিকরী দনিয়ালপুরের শুকুর্দ্দির ছেলে বাইরুল ইসলাম (২৭), একই উপজেলার নামো টিকরীর এরফান আলীর ছেলে আবু তালেব ওরফে বিয়েল আলী ওরফে আবু (৩০) ও গোদাগাড়ী উপজেলার হুজরাপুর কাঁকনহাটের আব্দুর রহমানের ছেলে আল আমিন (৩০)।
বৃহস্পতিবার এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply