গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
মোঃ সিফাত রানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ -গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার ১১ জুলাই সকাল সাড়ে দশটায় রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন( আলিম) ,পার্বতীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও দুইশত ২০ জন শিক্ষার্থীকে ছয় হাজার উপবৃত্তির টাকা এবং কলেজ পর্যায়ে ১শত জন শিক্ষার্থীর হাতে সাড়ে নয় হাজার টাকা করে তুলে দেন।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গোমস্তাপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
Leave a Reply