জাতির সূর্যসন্তান সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণের সাথে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
১০/০৭/২০২৪ সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জাতির সূর্যসন্তান যশোর জেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম মহোদয়।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় ১৯৭১ সালের রণাঙ্গণের অকুতোভয়ী বীর মুক্তিযোদ্ধাগণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের শারীরিক ও পারিবারিক খোঁজ খবর নেন।
নবাগত পুলিশ সুপার মহোদয় মতবিনিময়ের শুরুতেই উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন আপনারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন বলেই আজ আমরা স্বাধীন দেশের কর্মকর্তা হয়েছি। আপনাদের এই ত্যাগ বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে।
নবাগত পুলিশ সুপার মহোদয় বলেন আপনাদের ন্যায় সঙ্গত সকল কাজে আমি তথা জেলা পুলিশ সব সময় পাশে থাকবে।
আপনারা হলেন জাতির সূর্যসন্তান সুতরাং আপনাদের সাথে সকলের অবশ্যই সম্মানের সহিত ভালো আচরণ করতে হবে। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন আপনারা কোন ভাবেই পুলিশ দ্বারা হয়রানির শিকার হবেন না এবং আপনাদের সাক্ষাতে জন্য আমার অফিস সব সময় খোলা থাকবে।
পরিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুখে শান্তিতে বসবাস করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত সভাপতি সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন হতে আগত সকল মুক্তিযোদ্ধাগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Leave a Reply