দুমকীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।
নুরুজ্জামানঃ পটুয়াখালী
দুমকী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব -১৭) ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৯ জুলাই) বিকেলে সরকারি জনতা কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আঃ লতিফ হাওলাদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা পর্যায়ের উদ্বোধনী ম্যাচে আঙ্গারিয়া ইউনিয়ন পাঙ্গাশিয়া ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে
Leave a Reply