বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নড়াইলের লোহাগড়া বাজার এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন। শনিবার (১৫ জুন) দুপুরে সেনাপ্রধান হেলিকপ্টারযোগে লোহাগড়া শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্ল্যার মাঠ) অবতরণ করেন।
পরে তিনি ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারে ট্রাস্ট ব্যাংকের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি মধুমতী আর্মি ক্যাম্পে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় জনগণদের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করেন।
এ ছাড়া তিনি মধুমতী আর্মি ক্যাম্পে একটি বৃক্ষরোপণ ও মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সুধীজনসহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, ‘১৯৮১ সালে সেনাবাহিনীতে প্রবেশ করে সফলতার সঙ্গে এ প্রতিষ্ঠানের শীর্ষে অবস্থান করে অর্পিত দায়িত্ব পালন করেছি। মানুষের দোয়া ও ভালোবাসার কারণে এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। এ রকম প্রাপ্তি খুব কম মানুষের জীবনে আসে, এটা ভাগ্যের ব্যাপার।
তিনি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘ক্রীড়া অনুরাগী হিসেবে তিনি নড়াইলের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেবেন।’
তিনি বলেন, ‘অবসরকালীন সময়ে তিনি জন্মভূমি নড়াইলের মধুমতী পাড়ের লোহাগড়ায় আসবেন এবং মানুষের কল্যাণে আজীবন কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।’
পরিদর্শনকালে ৫৫ পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল মাহবুবুর রশিদ, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এবং জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মাদারীপুর জেলার জাজিরায় শেখ রাসেল সেনানিবাস, বরিশাল শেখ হাসিনা সেনানিবাস পরিদর্শন করেন। পরে একটি নতুন ব্রিগেড সিগন্যাল কোম্পানির শুভ উদ্বোধন করেন তিনি।
All rights reserved © 2024
Leave a Reply