বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাশার খলিফা (২২) নামের এক যুবককে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ জুন) সকালে নাগেরবাজার সর্বজনীন মন্দির সড়ক থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাশার খলিফা শহরের নাগেরবাজার রেলওয়ে বস্তির প্রয়াত আব্দুল আজিজ খলিফার ছেলে। বাশার পেশায় ভাঙারি বিক্রেতা ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বড় ভাই মাহবুব খলিফা বলেন, শনিবার রাত ৯টার দিকে বাশার বাড়ির বাইরে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। আজ ভোর ৫টার দিকে মন্দিরের রাস্তায় ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।
তিনি আরও বলেন, বাশার খলিফা সারাদিনই বাড়ির বাইরে থাকত। ভাঙারির মালামাল বেচাকেনা করত। আমার জানামতে তার তেমন কোনো শত্রু নেই। কারা তাকে মারল, কেন মারবে?
বাগেরহাট সদর মডেল থানা পুলিশের ওসি সাইদুর রহমান বলেন, বাশারের মাথার পেছনে ও সামনে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তার মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করেছে। কারা কেন এই যুবককে হত্যা করেছে তা উদঘাটন করতে পুলিশ তদন্ত করছে।
All rights reserved © 2024
Leave a Reply