কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের বৌনাকান্দি গ্রামে বিয়ে বাড়ির ডেকোরেটরের মালামাল বহনকারী এক ব্যাটারি চালিত অটো ভ্যান খাদে পড়ে আরমান শিকদার(৩০) নামক ভ্যান চালকে মৃত্যু হয়েছে।
আরমান শিকদার ঝালকাঠি জেলার পীরপাড়া গ্রামের ফারুক শিকদারের ছেলে।
গতকাল ৭ জুন (শুক্রবার) সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটের সময় সিংগাই থানাধীন চর চামটা গ্রামের মহিউদ্দিনের ডেকোরেটরের দোকান থেকে মালামাল নিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান যোগে বৌনাকান্দি গ্রামের মোঃ আবু হানিফের বিয়ে বাড়ি আসার পথে বাড়ির সামনে এসে গাড়ি নিয়ে খাদে পরে যায়।এলাকা নির্জন ও বৃষ্টি হওয়ার কারণে কারো দৃষ্টিগোচর হনা।
এদিকে আরমানকে সারারাত খোঁজা খোজির পর কোনো হোদিস মেলেনা।
পরবর্তীতে আজ সকাল প্রায় ৫ টার দিকে উত্তর
বৌনাকান্দী গ্রামের এলাকাবাসী ভ্যান খাদে পরে থাকতে দেখে। ভ্যনের সামনের গেলে লাশের আবিস্কার করে।পরবর্তী সময়ে স্থানীয় মেম্বার মোঃ আক্তার হোসেনকে খবর দিলে মেম্বার স্থানীয় কলাতিয়া পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবগত করেন এবং ঘটনা স্থলে এস আই শাহ আলম ফোর্স নিয়ে ছুটে আসেন। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফোনের ব্যবস্থা করতে অনুমতি দেন এস আই শাহ আলম।
ঘটনার বিষয়ে এস আই শাহ আলম সাংবাদিকদের জানান,
আজ ভোর ৬টার দিকে বৌনাকান্দি ৩ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আকতার হোসেন ফোন কলের মাধ্যমে জানান একটি অটো ভ্যান ডেকোরেটরের মাল সহকারে খাদে পড়ে আছে এবং ভ্যানের ড্রাইভার মৃত অবস্থায় পড়ে আছে।
পরবর্তীতে আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং একটি লাশ উদ্ধার করি।
লাশের মাথার পেছনের অংশে, কোমরের ডান অংশে কিছু ক্ষতর চিহ্ন রয়েছে। এছাড়া বুকে লাল রক্ত জমাট বাধা অবস্থায় রয়েছে।
এবং এটি একটি অপমৃত্যু ছিল। লাশের সজনরা কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।
Leave a Reply